শালা, আর পারলাম না চুপ থাকতে, এই আলেমদের মগজ গুলো সবই আল্লাহর কাছে রেখে আসছে। এই শালাদের মাথায় চিন্তা শক্তি আল্লাহ কখনই দিবে না। আর আল্লাহ দিবেই বা কেন? এরা তো মনেই করে যে, লায়লাতুল কদর এর রাতে এদের আগামী এক বছরের সকল কিছু লিখা হয়ে গেছে। যদি সব কিছু নির্ধারণ হয়েই থাকে তবে এত চিন্তা করে কি লাভ? এই কারণে আমাদের দেশের তথাকথিত অজ্ঞ আলেমগণ মস্তিষ্ক নামক একটা জিনিস যে আল্লাহ দিছে তাও ভুলে গেছে? এদেরকে শালা বলাতে যাদেরকে লাগছে তাদেরকে বলছি-গালি এমনি এমনি আসে না, গ ালি কোন মানুষের কর্মকাণ্ডেরই ফল। ইসলাম তো একটাই ধর্ম, আমার জানামতে। এই শালার আলেমগুলো বানায়ে দিল কতগুলো- শিয়া, সুন্নি, হানাফি, মালেকি, হাম্বেলি, শাফেয়ী, মুহাম্মদি, আহলে হাদিছ(এদের মধ্যে আবার অনেক দল), জমিয়তে আহলে হাদিছ, তাবলিগি(এদের মধ্যে আবার অনেক দল), এরপর পীরপন্থী এদের কতগুলো দল, আর কত মতবাদ এইটা জেনে শেষ করা সম্বব নয়। এখন তো বাংলাদেশে সরকারি ইসলামী দলও হয়েছে বেসরকারী তো আছেই। উপরোক্ত দলগুলোর কাজ ইসলাম প্রচার করা নয়, ইসলামকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া। একজন আরেকজনের পিছনে লেগে থাক, গীবত গাওয়া, অভিশাপ দেয়া, আর বড় ব...