Posts

Showing posts from September, 2017

ইসলামের পোশাক পরিচ্ছদ ও বর্তমান ধারণা

পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মরই সকল কিছু আধুনিক। আমরা যারা মুসলিম তারা সবসময় আধুনিকতাকে এবং ইসলামী হুকুম আহকাম অনুযায়ী সর্বদায় নতুনত্বকে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারন একমাত্র ইসলামই পূর্ণাঙ্গ জীবন বিধান। মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীদের লজ্জাস্থান নির্ধারণ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন রাসুল (ছাঃ) কে আদর্শ হিসেবে গ্রহণ করতে (সুরা আহযাব-৪২)। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (ছাঃ) তার উম্মতকে সর্বদায় এমন পোশাক পরিধান করতে বলেছেন, যেই পোশাক হবে ঢিলেঢালা; এই রকম না যে তা শুধুই হবে পাঞ্জাবী বা জুব্বা। সেইটা যে কোন ধরণের বা যে কোন ফ্যাশানের হতে পারে, হোক না কেন সেইটা শার্ট, টিশার্ট, জামা, কোর্ট, পাঞ্জাবী, জুব্বা ইত্যাদি।আমাদের নবী হযরত মুহাম্মাদ (ছাঃ) বলেছেনঃ قد أخرجه مسلم في صحيحه رقم 131 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَال...