বর্তমান মিডিয়া, ইসলাম, জঙ্গিবাদ ও আমরা বাংলাদেশী
পৃথিবীতে জঙ্গিবাদ এখন প্রবল আকার ধারন করেছে, এইটাকে নাকি নির্মূল করা যাবে না। কথাটি শুনে এবং দেখে আমার খুব হাসি পেল, মনে মনে অনেক হাসলামও, এরপর ব্লগটা লিখতে শুরু করলাম। এপ্রিল ফুল (fool) এইটা বাংলা ফুল নয় ইংলিশ, নামে ইতিহাসে চমৎকার এবং মুসলিম গাধার একটা সুন্দর উদাহরণ আমরা পড়েছি, শুনেওছি। আমরা মুসলিমরা জেনে না জেনে অনেকেই এইটা পালনও করে থাকি, এবং আধুনিক আলেমগণ ইতিহাসের উদ্ধৃতি দিয়ে বয়ান দিয়েই যাচ্ছেন যাতে করে মুসলিমরা আবার বোকা বা হাস্যকর পাত্রে পরিণত না হয়। কিন্তু আমরা আবারও হাস্যকর পাত্রে পরিণত হতে যাচ্ছি ক্যামনে?.................. আমরা আমেরিকার খবর জানছি কিভাবে? মিডিয়ার মাধ্যমে, এতে কারও কোন প্রকারের সন্দেহ আছে বলে মনে হয় না। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, আস্ত্রেলিয়া যে কোন মহাদেশের খবর পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে। বিবিসি, সিএনএন, আল-জাযিরা সহ নানান চ্যানেল আমাদের দার গোরায় খবর পৌছিয়ে দিচ্ছে। তারা তাদের ইচ্ছে মত খবর প্রচার করছে, এতে পৃথিবী ধংস হোক আর নাই হোক তাদের তাতে কোন যায় আসে না। প্রযুক্তি এতটা উন্নতি সাধন করেছে যে, কে কোথায় বসে কার সাথে কি কি করছে, তা অনায়াসে পাওয়া যাচ্ছে, বর্তমা...