শালা আলেম (পর্ব ১)
শালা, আর পারলাম না চুপ থাকতে, এই আলেমদের মগজ গুলো সবই আল্লাহর কাছে রেখে
আসছে। এই শালাদের মাথায় চিন্তা শক্তি আল্লাহ কখনই দিবে না। আর আল্লাহ দিবেই
বা কেন? এরা তো মনেই করে যে, লায়লাতুল কদর এর রাতে এদের আগামী এক বছরের
সকল কিছু লিখা হয়ে গেছে। যদি সব কিছু নির্ধারণ হয়েই থাকে তবে এত চিন্তা করে
কি লাভ? এই কারণে আমাদের দেশের তথাকথিত অজ্ঞ আলেমগণ মস্তিষ্ক নামক একটা
জিনিস যে আল্লাহ দিছে তাও ভুলে গেছে? এদেরকে শালা বলাতে যাদেরকে লাগছে
তাদেরকে বলছি-গালি এমনি এমনি আসে না, গালি
কোন মানুষের কর্মকাণ্ডেরই ফল। ইসলাম তো একটাই ধর্ম, আমার জানামতে। এই
শালার আলেমগুলো বানায়ে দিল কতগুলো- শিয়া, সুন্নি, হানাফি, মালেকি,
হাম্বেলি, শাফেয়ী, মুহাম্মদি, আহলে হাদিছ(এদের মধ্যে আবার অনেক দল), জমিয়তে
আহলে হাদিছ, তাবলিগি(এদের মধ্যে আবার অনেক দল), এরপর পীরপন্থী এদের কতগুলো
দল, আর কত মতবাদ এইটা জেনে শেষ করা সম্বব নয়। এখন তো বাংলাদেশে সরকারি
ইসলামী দলও হয়েছে বেসরকারী তো আছেই। উপরোক্ত দলগুলোর কাজ ইসলাম প্রচার করা
নয়, ইসলামকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া। একজন আরেকজনের পিছনে লেগে থাক,
গীবত গাওয়া, অভিশাপ দেয়া, আর বড় বড় ফতওয়া ঝারা। টুপি পাঞ্জাবীকে ইসলামী
পোশাক বানানো, আর মাদরাসা গুলোতে ইসলামী ফকীর তৈরি করা, যারা দুইটা ইসলামের
নামে কথা বলে মানুষের পকেট থেকে দশ বার টাকা আদায় করে আল্লাহর নামে
নিজেদের সংসার চালাবে। এইগুলো নিয়ে আরেকদিন পোস্ট দিব। শালা এই ইসলামী
দলগুলোর মধ্যে সুন্দর একটা মিলও আছে-কেউ কাউকে দেখতে পায় না, একজনকে যদি
মারা যায় বাকিসবগুলো হা হয়ে দেখে আর বলে, শালা ঠিকই আছে, নে আমার এলাকায়
এসে জালসা করে আমাদের না দিয়ে আর টাকা তুলবি, আল্লাহ দিছে এইবার, নে ভাল
করে হজম কর। বদ দেয়াতে এরা ব্যপক পারদর্শী। এখন একজন মানুষ ইসলাম এর ভিতর এ
এসেই হতাশ হয়ে যায় যে আসলে ইসলাম কোনটা? আমাদের ধর্ম ইসলাম, আর আমরা
মুসলিম, এই ছাড়া অন্য যে কোন নামে যদি কেউ নিজেকে পরিচয় করাতে চায়, তবে সেই
হল শালা আলেম (এরা আসলে মুসলিম নয় এবং এদের ধর্ম ইসলামও না, এরা ইসলামের
আদলে নিজেদের মনগড়া একটা ধর্ম তৈরি করে নিয়েছে এবং নিজেকে তার আমীর মান্য
করে। এই শালা আলেমগুলো সব মিথ্যাবাদী, এদের কথা কেউ বিশ্বাস করবেন না। যারা
চিন্তা করতে পারে না তাদের কাছ থেকে আপনি জানার জন্য কিই বা আশা করতে
পারেন। আল্লাহ তায়ালা আপানাকে মস্তিষ্ক দিয়েছেন সেইটাকে ব্যবহার করুন, আর
কোরআন ও হাদিছ নিয়মিত চর্চা করুন, তাহলে আপনাদের কাউকে ঐ শালা আলেমদের কাছে
যাওয়া লাগবে না। এখনও সময় আছে শালা আলেমরা মুসলিম হয়ে ইসলামের পতাকা তলে
আসুন নইলে, পরকালে তো আল্লাহ আছেন............(চলবে)
Comments
Post a Comment